নতুন গান ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

নতুন গান ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
নতুন গান ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
নতুন গান ও সিনেমা নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তার যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।

অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতোমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন।

তিনি বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।

অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া নতুন কয়েকটি গান নিয়ে সংগীতজগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়জীবনের পাশাপাশি সংগীতেও সমানভাবে সরব থাকতে এই তারকা প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে, ‘পটাকা’ গানটির মাধ্যমে। এই গান প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।

গত বছরের শুরুর দিকে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে আরেকটি গান রেকর্ড করলেও সেটি এখনো প্রকাশিত হয়নি।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফারিয়া সেই গান প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন এবং নিজের নতুন সংগীত পরিকল্পনা সম্পর্কে জানান।

নতুন গান প্রকাশে বিলম্বের বিষয়ে ফারিয়া বলেন, ‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে আর সেটি সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে। সে কারণেই সময় লাগছে।’

ফারিয়া জানান, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন। প্রতিটি প্রজেক্টই খুব সুন্দরভাবে এগোচ্ছে।

‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী আরও জানান, ‘তিনি এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে চান যাঁদের গান শুনে বড় হয়েছেন। ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন, যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, সেটা হবে সত্যিই দারুণ ব্যাপার। এমন কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কতদূর যাওয়া যায়,’ বলেন ফারিয়া।

সংগীতের পাশাপাশি ফারিয়া শিগগিরই বড় পর্দায়ও ফিরছেন।

তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

ঢালিউড ও টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করা এই অভিনেত্রী জানান, গত কয়েক বছর তিনি কোনো ভারতীয় বাংলা ছবিতে কাজ করেননি। ‘অনেক দিন হলো কলকাতায় কাজ করিনি। বিশেষ কোনো কারণ নেই। ভিসা জটিলতা ও যাতায়াতসংক্রান্ত কিছু সমস্যার কারণে কাজ করা কঠিন হয়ে পড়েছিল। সবকিছু স্বাভাবিক হলে আবারও সেখানে কাজ করতে চাই,’ বলেন ফারিয়া।

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। তিনি জানান, আগামী নভেম্বরে আরেকটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

Related Posts
অবৈধ সম্পর্ক দুর্দান্ত সাহসী দৃশ্য, রিলিজ হলো ওয়েব সিরিজ পেয়াসী পুষ্পা
Read More

অবৈধ সম্পর্ক দুর্দান্ত সাহসী দৃশ্য, রিলিজ হলো ওয়েব সিরিজ পেয়াসী পুষ্পা

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে চলতে চলচ্চিত্র ও ধারাবাহিকের পাশাপাশি জনপ্রিয় হয়ে…
স্বামী রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন মাহিয়া মাহি
Read More

স্বামী রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা বললেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি তার স্বামী রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছনে। শুক্রবার…
তারেক-ইউনূস বৈঠক: বিএনপির চোখে ‘ঐতিহাসিক’ মাইলফলক
Read More

তারেক-ইউনূস বৈঠক: বিএনপির চোখে ‘ঐতিহাসিক’ মাইলফলক

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নয়া মেরুকরণের আভাস মিলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস…
তারকা সন্তান হলে সবকিছুই মাফ : এষা
Read More

তারকা সন্তান হলে সবকিছুই মাফ : এষা

বিনোদন ডেস্ক : বলিউডের স্বজনপোষণ নিয়ে এ বার সোচ্চার এষা গুপ্ত। ইন্ডাস্ট্রিতে তারকাসন্তানরা বাড়তি কতটা সুবিধা পান, জানালেন…