
শাবনূরের এই নতুন লুক সত্যিই নজরকাড়া। ‘কিমোনো’ পোশাকের সঙ্গে তার স্টাইল, শখ এবং ব্যক্তিত্ব যেন এক নতুন মাত্রা পেয়ে গেছে।
ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ভালোবাসা জানিয়েছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’
এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার মেয়ে হিসেবে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে জানা যায় শাবনূরের একটি ছেলে রয়েছে, যার নাম আইজান নিহান।
প্রসঙ্গত, ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন। তবে তাদের দাম্পত্য কলহের কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়।