

ঠিক এমন সময়ে একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন মিথিলা। কথায় কথায় উঠে আসে সৃজিত প্রসঙ্গও। মিথিলা বলেন, “২৪ জুলাইয়ের পর আমি আর কলকাতা যাইনি। আমার ভিসাই নেই।”
তখনই সঞ্চালকের সোজাসাপটা প্রশ্ন—“অনেকেই বলছেন, সৃজিত এখন আর আপনার স্বামী নন। এটা কী সত্যি?” একদম শান্ত স্বরে মিথিলা জবাব দেন, “যারা বলছে, তারা বলছে। আমি কিছু বলব না।”
আবার প্রশ্ন আসে—তাহলে কি সৃজিত এখনো আপনার স্বামী? সামান্য বিরতির পর মিথিলা উত্তর দেন, “হ্যাঁ। পাসপোর্টে এখনো তার নাম আছে।”
২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন মিথিলা-সৃজিত। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় স্থায়ী হয়েছিলেন মিথিলা। মেয়ের স্কুলও বদল হয়েছিল সে সময়। তবে প্রায় দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকাতেই আছেন তিনি।
এরই মধ্যে মিথিলা নিজের ক্যারিয়ারে বড় অর্জন যোগ করেছেন। গত আগস্টে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। সামাজিক মাধ্যমে সেই সাফল্যে গর্ব প্রকাশ করে সৃজিত লিখেছিলেন, “অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!”