
ওই লড়াইয়ে চিতাকে হারিয়ে জিতেছে পথকুকুরটি। এছাড়া কুকুরটি চিতা বাঘটিকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে গেছে। কুকুর ও চিতার লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রের নাসিকে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় একটি চিতা বিচরণ করছিল। এটি কুকুরের ওপর আক্রমণের চেষ্টা করে। তখন কুকুরটি পাল্টা আক্রমণ করে। কুকুরটি চিতাটিকে কাছ থেকে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে।
একটা সময় চিতা নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এবং এটি পালিয়ে যায়। চিতার সঙ্গে কুকুরটিকে তীব্র লড়াই করতে হয়। চিতার আঘাতে এটি মারাও যেতে পারত। তবে কুকুরটি বেঁচে যায়। এছাড়া চিতার আক্রমণে কোনো মানুষ হতাহত হননি।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চিতাটি কুকুরের আক্রমণে আহত হয়ে পাশের মাঠে পালিয়ে যায়। তবে প্রাণীটির কোনো চিকিৎসা প্রয়োজন কি না সেটি জানাননি তারা। যেহেতু ওই এলাকায় চিতা দেখা গেছে, তাই সাধারণ মানুষ ও তাদের গৃহপালিত পশুকে সাবধানে রাখার অনুরোধ জানিয়েছেন তারা।
সূত্র: এনডিটিভি