হাতের কব্জির এই রেখাগুলোতে আপনার সম্পর্কে যা লেখা আছে

হাতের কব্জির এই রেখাগুলোতে আপনার সম্পর্কে যা লেখা আছে
হাতের কব্জির এই রেখাগুলোতে আপনার সম্পর্কে যা লেখা আছে

লাইফস্টাইল ডেস্ক : আপনি কি জানেন হাতের কব্জির এই রেখাগুলোতে আপনার সম্পর্কে অনেক কিছু আছে? জানলে আফসোস করবেন আগে কেন জানেন নি- হাতের রেখা দেখে মানুষের ভবিষ্যৎ কথনের প্রক্রিয়া ভারতীয় জ্যোতিষে বহুদিন থেকেই প্রচলিত।

তবে অনেকক্ষেত্রে হস্তরেখা বিচারের সময়ে হাতের কবজির রেখাকেও গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষ শাস্ত্র বলে, সেই রেখা থেকেই নাকি জানা যেতে পারে কোনও মানুষের স্বাস্থ্য, জীবন, এবং প্রেম সম্পর্কে নানা তথ্য।

এমনকী, একটু চেষ্টা করলে এই রেখাগুলি থেকে আপনিও জেনে নিতে পারেন আপনার ভবিষ্যৎ। কীভাবে? আসুন, জেনে নিই

১. প্রথমেই জেনে নিন কোন রেখাগুলির উপর নজর দিতে হবে। হাতের ভিতরের দিকে (অর্থাৎ তালুর দিকে) তালুর ঠিক নীচে যে রেখাগুলি থাকে সে গুলিকেই ইংরেজিতে বলা হয় ব্রেসলেট লাইনস। এই ব্রেসলেট লাইন গুলোর উপরেই আপনাকে মনোযোগ দিতে হবে।

২. এবার ভাল করে হাত ধুয়ে কবজিতে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন একটু। তাতে কবজির রেখাগুলো স্পষ্ট হবে।

৩. এবার কবজির রেখা গুলোর সংখ্যা গুনুন। আপনার আয়ু নিহিত রয়েছে এই রেখার সংখ্যার উপরেই। রেখার সংখ্যা যত বেশি হবে তত বেশি দিন আপনার বাঁচার সম্ভাবনা। ১টি‌ দাগ থাকলে আয়ু ২৫-২৮ বছর, ২ দাগ থাকলে ৪৫-৪৭, আর তিনটি দাগ থাকলে ৮৫ বছরের বেশি আয়ু‌ হওয়ার সম্ভাবনা।

৪. এবার তালুর দিক থেকে প্রথম লাইনটির দিকে তাকান। যদি লাইনটি স্পষ্ট হয় তাহলে আপনার স্বাস্থ্য ভাল। যদি লাইনটি হয় অস্পষ্ট আর লাইনটির উপরে অনেক কাটাকুটি দাগ থাকে তাহলে নানা রোগে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫. আপনি যদি মহিলা হন, আর আপনার এই লাইনটি উপরে তালুর দিকে বেঁকে যায় তাহলে আপনার স্ত্রীরোগ ঘটিত জটিলতা দেখা দিতে পারে।

৬. পুরুষদের ক্ষেত্রে প্রথম লাইনটির এই ধরনের ঊর্ধ্বগামী বাঁক বোঝায়, প্রস্টেট বা কিডনির রোগ কিংবা গোপন সমস্যা দেখা দিতে পারে।

৭. তালুর দিক থেকে দ্বিতীয় লাইনটি জীবনে সম্পদের প্রতীক। এই লাইনটি যত স্পষ্ট আর কাটাকুটি দাগবিহীন হবে, আপনার জীবনে সম্পদশালী হওয়ার সম্ভাবনা তত বেশি।

৮. তালুর দিক থেকে তৃতীয় লাইনটি আপনার পেশা, প্রতিপত্তি ও খ্যাতির প্রতীক। লাইনটি যদি হয় স্পষ্ট এবং টানা (অর্থাৎ লাইনের মাঝে কোনও ফাঁক ছাড়া) তাহলে জীবনে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠবেন আপনি।

এই পদ্ধতিতে কমলার কাটিং চারা রোপন করলে বাম্পার ফলন হবে

৯. কবজিতে চারটি দাগ খুব অল্প মানুষেরই থাকে। যদি আপনি সেই বিরল মানুষদের মধ্যে একজন হন তাহলে দেখুন‌, সেই রেখাটি তৃতীয় রেখাটির সঙ্গে সমান্তরাল ভাবে রয়েছে কি না। যদি তাই হয়, তাহলে জানবেন তৃতীয় রেখাটি আপনার জীবনে যে প্রভাব ফেলবে, চতুর্থ রেখা সেই প্রভাবকেই আরও শক্তিশালী করে তুলবে।

Related Posts
থায়রয়েড হরমোন কমে গেলে যেসব জটিলতা দেখা দেয়
Read More

থায়রয়েড হরমোন কমে গেলে যেসব জটিলতা দেখা দেয়

লাইফস্টাইল ডেস্ক : হরমোনের তারতম্যের কারণে শরীরে নানা জটিলতা দেখা দেয়। থায়রয়েড হরমোনের কম বেশি হওয়ার কারণে শিশু,…
প্যান্টের চেইন খুললেই নোটিফিকেশন যাবে স্ত্রীর কাছে
Read More

প্যান্টের চেইন খুললেই নোটিফিকেশন যাবে স্ত্রীর কাছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সবার কাছেই ‘স্মার্ট ফোন’ থাকলেও ‘স্মার্ট প্যান্ট’ শব্দটি একেবারে নতুন। এক ব্যক্তি…
ইনবক্সে চ্যাটিং? যে  ভুল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ
Read More

ইনবক্সে চ্যাটিং? যে ভুল ডেকে আনতে পারে মারাত্মক বিপদ

দৈনন্দিন কথাবার্তা থেকে শুরু করে পেশাগত ও জরুরি নানা তথ্য আদান–প্রদান বা বন্ধুদের সঙ্গে আড্ডাও এখন চ্যাটের মাধ্যমেই…
বিশ্বস্ত সঙ্গী বোঝার উপায়
Read More

বিশ্বস্ত সঙ্গী বোঝার উপায়

ভালোবাসার বন্ধনকে দৃঢ় করার জন্য বিশ্বাস হলো মূল ভিত্তি। পারস্পারিক বিশ্বাস থাকলে সেই সম্পর্ক সুন্দর থাকবেই। বিশ্বস্ত সঙ্গী…