বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তথাকথিত এক অলৌকিক উপাদান থেকে তৈরি পাতলা ও বাঁকানো যায় এমন বিভিন্ন সৌরপ্যানেল ২০টি পারমাণবিক চুল্লির সমান বিদ্যুৎ তৈরি করতে পারবে, এমনই তথ্য উঠে এসেছে জাপান সরকারের প্রকাশ করা পরিকল্পনায়। জাপানের শিল্প মন্ত্রণালয় প্রকাশিত খসরা পরিকল্পনা অনুসারে, পরবর্তী প্রজন্মের এইসব সৌর প্যানেল তৈরি হয়েছে পেরোভস্কাইট নামের উপাদান দিয়ে, যা ২০৪০ সাল নাগাদ ২০ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে। খবর জাপান টাইমসের।
পেরোভস্কাইট পরিচিতি পেয়ে আসছে সৌরশক্তির ভবিষ্যৎ হিসেবে, যা প্রচলিত সিলিকনভিত্তিক সৌরকোষের চেয়েও উচ্চ কার্যকারিতা দেখাতে সক্ষম বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। তাত্ত্বিকভাবে, পেরোভস্কাইটের একেক কোষের কার্যকারিতা ৪৩ শতাংশ, যেখানে একটি আদর্শ সিলিকন কোষের কার্যকারিতা ২৯ শতাংশ। এমনকি নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের সম্ভাবনাও দেখাচ্ছে নতুন এ উপাদান দিয়ে তৈরি সৌর প্যানেলগুলো। জাপানের বিদ্যুৎ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয় সৌর শক্তিকে, যেখানে উদ্দীপক হিসেবে কাজ করেছে ২০১১ সালে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমায় ঘটে যাওয়া পারমাণবিক দুর্ঘটনাটি।
এ ঘটনার পর বৈদ্যুতিক গ্রিড বিপর্যয়ের পাশাপাশি পরিবেশে দূষিত তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েছিল। এর ফলে, সে সময় এক লাখ ৬০ হাজারের বেশি নাগরিক এলাকাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। গত ১৩ বছরে গোটা জাপানেই সৌর প্যানেলের ব্যবহার বেড়েছে, যেখানে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের হার এখন ১০ শতাংশের কাছাকাছি।