লাইফস্টাইল ডেস্ক : অনেকেই আদর করে বেড়াল পুষে থাকেন। বিড়াল বেশ আদুরে একটি প্রাণী। বিড়ালের লোম এ হাত বোলাতে, হাত বোলাতে তারা যখন ঘুমিয়ে পড়ে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে, মনোবিজ্ঞানীরা মনে করেন, আপনি যদি খুব একাকীত্বে ভোগেন, তাহলে কুকুর বা বেড়ালের মতো একটি লোমশ পশুকে আপনার কাছে রেখে যদি আদর করতে পারেন, তাহলে কয়েক মিনিটের মধ্যে আপনার মন ভালো হয়ে যাবে। তবে এবার আর আপনার জীবনে খারাপ করতে পারে আবার ভালো করতে পারে, এর জন্য আপনাকে বাস্তুর নিয়ম মেনে চলতে হবে। দেখে নিন অসাধারণ টিপস –
ভোরবেলার স্বপ্নে বিড়াল দেখা কি শুভ?
আমরা অনেক সময় বুঝতে পারিনা, আমরা এমন কিছু কিছু স্বপ্ন দেখি যে স্বপ্নগুলোর কোন কারন আমাদের কাছে জানা থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভাবি এই স্বপ্ন আমরা কেন দেখলাম? তবে সব কিছুরই কিন্তু কিছু নিয়ম আছে। বাস্তু বিশেষজ্ঞরা বলেন, এই স্বপ্ন দেখার পিছনেও আপনি যদি কোনো কারণ খোঁজেন আপনি ঠিক তার সমাধান পাবেন। এবার বিজ্ঞানীরা বলেছেন, সকালবেলা কি বিড়ালের স্বপ্ন দেখা ভালো? বাস্তু বিজ্ঞানীরা বলছেন, আপনি যদি স্বপ্নে কালো রঙের বিড়াল দেখেন তাহলে বুঝতে হবে, আপনার জীবনে অর্থনৈতিক সংকট কাটিয়ে আপনি একটু আশার আলো দেখতে পাচ্ছেন। তবে বাস্তবক্ষেত্রে কিন্তু তার ঠিক উল্টোটা হয় অর্থাৎ আপনি যদি স্বপ্নে কালো বিড়াল না দেখে যদি রাস্তায় কালো বিড়াল দেখেন, তাহলে কিন্তু সেটি আপনার জন্য মোটেই ভালো হবে না।
সাদা বিড়াল দেখা কি শুভ?
আপনি যদি আপনার বাড়ির আশেপাশে সাদা বিড়াল দেখতে পান, অথবা দেখেন হঠাৎ করেই কোন সাদা বিড়াল আপনার দিকে এগিয়ে আসছে। তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো ভালো ইঙ্গিত আসতে চলেছে। তবে যদি এর উল্টোটা হয়, অর্থাৎ সাদার জায়গায় যদি কালো বেড়াল হয় বা কালো বেড়াল যদি রাস্তা পার হয়, সেক্ষেত্রে তার উপর দিয়ে কখনই যাবেন না এই বিষয়টি অবশ্য আমরা বহু প্রাচীনকাল থেকে এ নিয়ম মেনে আসছি, বাস্তু বিশেষজ্ঞরা এমনটাই বলছে।
উল্লেখ্য, বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন