বিনোদন ডেস্ক : বলিউডের মতো চকচকে গ্ল্যামার জগতে প্রবেশের ইচ্ছা সকলেরই থাকে। কিন্তু বলিউডে নিজের জায়গা গড়ে তোলা এত সহজ নয়। এখন নিজের জায়গা পাকা করার ক্ষেত্রে প্রতিভা থাকা খুব প্রয়োজন। নায়ক সুলভ চেহারা না থেকেও শুধুমাত্র অভিনয়ের প্রতিভার দ্বারা বলিউডে নিজেদের জায়গা পাকাপাকি করেছেন এমন অনেক সেলিব্রেটি আছেন। আজকের এই প্রতিবেদনে এমনই চারজন সেলিব্রিটির কথা আপনাদেরকে জানাবো।
৪ ) নওয়াজউদ্দিন সিদ্দিকী –
প্রতিভার কথা বলতে গেলে শুরুতেই তার নামটি নিতে হয়। নায়ক সুলভ লুক না থাকলেও অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তার অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন।
৩ ) দীপক ডোবরিয়াল –
একজন ভাল মানের অভিনেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এখন বহু ছবিতে তাকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর তারই অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে তানু ওয়েডস মানু তে তার অভিনয় সত্যিই প্রশংসনীয়।
” data-medium-file=”https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/04/715f1464-d24d-11ea-bae0-701c4bed6ede.jpg?fit=630%2C369&ssl=1″ data-large-file=”https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/04/715f1464-d24d-11ea-bae0-701c4bed6ede.jpg?fit=630%2C369&ssl=1″ loading=”lazy” class=” wp-image-1818222″ src=”https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/04/715f1464-d24d-11ea-bae0-701c4bed6ede.jpg?resize=714,418&ssl=1″ alt=”সৌন্দর্য নয়, কাজের মাধ্যমেই বলিউডে রাজত্ব করছেন এই ৪ অভিনেতা ” width=”714″ height=”418″ data-recalc-dims=”1″>
২ ) পঙ্কজ ত্রিপাঠী –
প্রতিভাবান অভিনেতাদের তালিকায় তার নামটি না নিলে চলবে না। নিজের প্রতিভার তারাই আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। বলিউডের বহু ছবিতে এখন পঙ্কজ ত্রিপাঠী কে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।
১ ) রাজেশ শর্মা –
টলিউডের এই জনপ্রিয় অভিনেতা এখন বলিউড কাঁপাচ্ছেন। বিগ বাজেটের ছবিতে ও এখন তাকে অভিনয় করতে দেখা যায়। তার এই অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। তাই রূপ দিয়ে নয়, প্রতিভা দিয়েই বলিউডে কাজ করছেন এই বাঙালি অভিনেতা।