আন্তর্জাতিক ডেস্ক : কাজ করার উদ্দেশ্য নিয়ে আমাদের দেশ থেকে প্রতি বছর বহু মানুষ মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যাচ্ছেন। এর জন্য রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া।
পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেসব দেশ কাজের জন্য কোনো ব্যক্তি বা কর্মপ্রার্থীকে কাজের ভিসা দেয়। এই দেশগুলোতে কাজ করার জন্য অবশ্য কর্মপ্রার্থীর কাছে তার যোগ্যতার সম্পূর্ণ নথি এবং পাসপোর্ট থাকতে হবে। তাহলেই এই নির্দিষ্ট নিয়মে ওয়ার্ক ভিসা পেয়ে সেখানে কাজ করতে পারবেন।
১. জার্মানি: দক্ষ শ্রমিকদের জন্য ব্লু কার্ড স্কিম।
২. কানাডা: এক্সপ্রেস এন্ট্রি সহ বিভিন্ন কাজের ভিসা প্রোগ্রাম।
৩. অস্ট্রেলিয়া: টেম্পোরারি স্কিল শর্টেজ (টিএসএস) ভিসা সহ নানা ভিসা।
৪. নিউজিল্যান্ড: দক্ষ কর্মীদের জন্য সহজ প্রক্রিয়া সহ ওয়ার্ক-টু-রেসিডেন্স ভিসা।
৫. সিঙ্গাপুর: বিদেশি পেশাদারদের জন্য এমপ্লয়মেন্ট পাস।
বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
৬. সংযুক্ত আরব আমিরাত: দক্ষ পেশাদারদের জন্য নানা ভিসা অপশন।
৭. পর্তুগাল: D7 ভিসার মাধ্যমে তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়া।
৮. মেক্সিকো: বিদেশী কর্মীদের জন্য টেম্পোরারি রেসিডেন্ট ভিসা।
৯. নেদারল্যান্ডস: হাইলি স্কিল্ড মাইগ্র্যান্ট প্রোগ্রাম।
১০. দক্ষিণ কোরিয়া: নির্দিষ্ট ক্ষেত্রের পেশাদারদের জন্য E-7 ভিসা।