বিনোদন ডেস্ক : ঢালিউডের টক অব দ্য টাউন শাকিব-বুবলী। ৩০ সেপ্টেম্বর ছবি শেয়ার করে জানিয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীরের কথা। এরপর আলোচনা সমালোচনা শুরু হয় তাদেরকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই মিলছে তাদের ছবি। অপু-শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি ফেসবুকে দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন বুবলী।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হয় শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস বর্তমানে আছেন কলকাতায়।
একটি টেলিভিশনের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস একটা মিষ্টি হাসি দিয়ে কথা ঘুরিয়ে বলেন, পূজা চলছে। আমি পূজা দারুণভাবে কাটাচ্ছি সেই সঙ্গে কষ্টও হচ্ছে। কারণ আমি আমার মায়ের পিন্ডদান করতে যাব। একজন সন্তান হিসেবে অনেক কষ্টের বিষয় এটি। আমার জীবনে খুব ইম্পোর্টেন্ট পারসন ছিলেন আমার মা। আমার ক্যারিয়ারের শুরু থেকে সন্তান জন্মদান পুরো জার্নিটাতেই আমার পাশে ছিলেন মা। এটা সবাই জানে আমার মায়ের গুরুত্ব আমার জীবনে কতখানি ছিল।
এরপরেই অপুকে জিজ্ঞাসা করা হয় মা হিসেবে কতটা দায়িত্ব পালন করতে হচ্ছে? কেননা বাবা শাকিব খানকে নিয়ে নেট দুনিয়া থেকে সংবাদ মাধ্যম সব জায়গায় নানান মন্তব্য ভেসে বেড়াচ্ছে।
আবারও সেই মিষ্টি হাসি দিয়ে অপু বলেন, মা তো সন্তানকে সামলাবেই। আমার মাও তো আমাকে সামলিয়েছেন। একটা দায়িত্ব থেকেই মায়েরা সন্তানকে সামলাবেন। এটা এমন কঠিন কিছু না।
বর্তমানে কলকাতা রয়েছেন অপু বিশ্বাস। দিন কয়েক আগেই বড় আয়োজন করে অপু প্রযোজিত প্রথম সিনেমার মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তার প্রযোজিত সিনেমার নাম ‘লাল শাড়ি’। এই সিবনেমায় তার বিপরীতে দেখা যাবে সাইমন সাদিককে।
উটপাখির মত শরীর বাঁকিয়ে হাঁটছেন মালাইকা, তুমুল ভাইরাল ভিডিও