বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শান্ত খানের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত চিঠি গত ১৪ আগস্ট ৫৮টি দেশি-বিদেশি ব্যাংকের এমডি ও সিইওর কাছে পাঠানো হয়েছে।
দুর্নীতি মামলার আসামি চাঁদপুরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সেলিম খানের ছেলে শান্ত খান।
বৃহস্পতিবার দুপুরে ব্যাংক হিসাব তলব করার প্রসঙ্গে শান্ত খান বলেন, ‘আমার অ্যাকাউন্টে যত টাকা পাবে সব টাকা তারা নিয়ে নিক। আমার কোনো আপত্তি নেই। এ বিষয়ে আমার বলার কিছুই নেই। ’
দুদকের চিঠিতে বলা হয়, শান্ত খানের বিরুদ্ধে অবৈধ ব্যবস্যা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এদিকে ঢাকাই সিনেমার গলিতে গলিতে শোনা যাচ্ছে সেলিম খানের শাপলা মিডিয়া বন্ধ হতে চলেছে। কিছুদিন আগেই এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ১০০টি চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। তবে শান্ত খান বলছেন ভিন্ন কথা।
বৃহস্পতিবার শান্ত খান বলেন, ‘শাপলা মিডিয়া বন্ধ হবে না। আমাদের কিছু সমস্যা চলছে, সেটা ব্যক্তিগত। ব্যক্তিগত সমস্যার প্রভাব শাপলা মিডিয়ায় পড়বে না। কিছুদিন সিনেমা বন্ধ আছে। আবার সিনেমার কাজ শুরু করব। কিছু সিনেমার কাজ বাকি আছে, সেটাও শেষ করতে হবে। ’
শান্ত খান ইতিমধ্যে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে শ্রাবন্তী, কৌশানিসহ বাংলাদেশ ও কলকাতার অনেক জনপ্রিয় নায়িকা কাজ করেছেন। বলিউডের সানি লিওনের সঙ্গে করেছেন আইটেম গান।