জুমবাংলা ডেস্ক : ব্যক্তির অপরাধের সাথে কোনো সংস্থাকে সরকার মেলাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের সাথে কোনো সংস্থাকে সরকার মেলাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘যে ধরনের সংগঠনই হোক না কেন, নিষিদ্ধ করার বিষয়ে আইন অনুযায়ী তদন্ত সাপেক্ষে উপদেষ্টা পরিষদে ব্যবস্থা নেওয়া হবে। তবে লক্ষ্য রাখা হবে যেন সমাজের সংখ্যালঘুসহ কোনো অংশেই কোনো সমস্যা তৈরি না হয়।’
আগামীতে সাম্প্রদায়িক উচ্ছৃঙ্খলতা রুখতে সরকার সতর্ক আছে বলেও জানান মাহফুজ। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছিল, তা রাজনৈতিক দলগুলো ও দেশবাসী একযোগে প্রতিহত করেছে। আগামী দিনে কোনো ধরনের সাম্প্রদায়িক উচ্ছৃঙ্খলতা তৈরি না হয় সেদিকে সতর্ক রয়েছি।’
বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘর্ষে গত মঙ্গলবার একজন আইনজীবী নিহত হন। এরপর থেকে ইসকনকে উগ্রবাদী সংগঠন দাবি করে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তবে ইসকন জানিয়েছে, চিন্ময় কৃষ্ণকে কয়েকমাস আগে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, ‘চিন্ময় দাসের কোনো বক্তব্য বা কার্যক্রমের জন্য ইসকন কোনোভাবেই দায়বদ্ধ না।’
‘সংস্কার দৃশ্যমান হওয়ার পর নির্বাচন নিয়ে আলোচনা’
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম দৃশ্যমান হওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘সংস্কার দৃশ্যমান হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচন হবে। সংস্কারের কি প্রস্তাব আসবে তা করতে কতটুকু সময় লাগবে তা এখনই বোঝা যাচ্ছে না। তাই নির্বাচনে সময়সীমা বলা যাচ্ছে না।’
যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে সরকার নির্বাচনের দিকে এগুতে চায় বলেও জানান রিজওয়ানা। একই সঙ্গে, রাজপথে নয়, যে কোন সমস্যা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সমাধানের পথে এগুতে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান তিনি।
জাতীয় ইস্যুতে সব স্টেকহোল্ডারদের সঙ্গে বসার জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে বলে জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সমন্বয়কদের নিরাপত্তার প্রয়োজন তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সম্বনয়কদের নিরাপত্তা নিশ্চিতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধান বিচারপতিও তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’