জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা মেজারমেন্ট করা উচিত। আদতে তারা কতটুকু পারবে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে আছে। যাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়নি।
রবিবার নিজস্ব ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
শিবির সভাপতি বলেন, এতদিনেও সুরাহা করা হয়নি রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসা ফ্যাসিবাদের বিধ্বংসী মেশিনারিজ। আবার কেউ কেউ ফ্যাসিবাদের পুনর্বাসনে কাজ করে চলেছে গোপন ও প্রকাশ্যে।
ঘরে বসে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার উপায়
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থ্যানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে ৫ আগস্ট। এর তিনদিন পর ৮ আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বাধা সৃষ্টি করছে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া গুরুত্বপূর্ণ চেয়ারে থাকা লোকজন। এ নিয়ে নানা সমালোচনাও চলছে বিভিন্ন মহলে।