বিনোডন ডেস্ক : কো-অর্ড সেট এখন ফ্যাশানে বেশ ট্রেন্ডিং। আর সেই ট্রেন্ডেই বাজিমাত করেছেন বলিউডের নবাগত নায়িকা অনন্যা পাণ্ডে (Ananya Panday)। তবে আশাহত হওয়ার কিছু নেই, চাইলে সাধ্যের মধ্যে এই ট্রেন্ড ফলো করছে এখন অনেকেই।
1/5 IIFA Awards 2022-এর প্রেস কনফারেন্সে নজর কাড়লেন অনন্যা। সবুজ নিয়ন কো-অর্ড সেটে একেবারে অন্যরকম লুক দিলেন তিনি। ছবি : ইনস্টাগ্রাম/অনন্যা পাণ্ডে (Instagram/@ananyapanday)
2/5নিয়ন সবুজ রঙের প্রিন্টেড ব্লেজার পরেছিলেন অনন্যা। সঙ্গে একই মেটিরিয়াল ও রঙের শর্টস। আর লেয়ারের তলায় সিম্পল সাদা শার্ট। পোশাকে অন্য মাত্রা দিয়েছে অনন্যার দুর্দান্ত হিলস। ছবি : ইনস্টাগ্রাম/অনন্যা পাণ্ডে (Instagram/@ananyapanday)
” data-medium-file=”https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/03/tsde.png?fit=711%2C667&ssl=1″ data-large-file=”https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/03/tsde.png?fit=711%2C667&ssl=1″ loading=”lazy” class=”size-full wp-image-1813649″ src=”https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/03/tsde.png?resize=711,667&ssl=1″ alt=”স্টাইলিশ সবুজ কো-অর্ড পোশাকে বোল্ড লুকে অনন্যা পাণ্ডে” width=”711″ height=”667″ data-recalc-dims=”1″>
3/5স্টাইলিস্টরা বলছেন, মিলেনিয়ালদের পছন্দই উঠে এসেছে অনন্যার লুকে। স্প্রিং-সামার লুক রয়েছে গোটা আউটফিটে।
4/5রঙটাই যেহেতু বোল্ড, বাকি অ্যাকসেসরিজ, মেকআপ(বিশেষ করে লিপস্টিকের রঙ) হালকা রাখা হয়েছে। নয়তো সেটা ক্ল্যাশ করত।