সম্প্রতি বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় জায়গায় পেয়েছেন বাংলাদেশের রিক্তা আখতার বানু। বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা পেয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা। বর্তমানে তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স হিসেবে কর্মরত আছেন।
তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা পেতে পারে, তা ভাবিনি। এতে আমার অনেক আনন্দ লাগছে। এই আনন্দ শুধু আমার একার না। বাংলাদেশের আনন্দ, গোটা বিশ্বের প্রতিবন্ধী সন্তানের মায়েদের আনন্দ। অষ্টম শ্রেণিতে পড়ার সময় আমার হাত বটিতে কেটে যায়। আব্বা হাসপাতালে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে দেখলাম, নার্সরা খুব সুন্দর পোশাক পরে আছে। সবুজ, কমলা ও লাল রঙের বেল্ট, মাথায় ক্যাপ, সাদা পোশাক—সব মিলিয়ে পোশাকটা অনেক সুন্দর। সেদিন আব্বা বলেছিলেন, আমাকে এরকম ডাক্তার বানাবে। আমারো ভালো লেগে যায় নার্সিং পেশা। এ কারণেই পরে আমি নার্স হই।
বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে ১৫ দিনের প্রশিক্ষণ নিয়েছিলাম। আমার মেয়েকেও ওখানে চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু যখন শিক্ষক হিসেবে পড়ানোর জন্য কাউকে আমন্ত্রণ জানাতাম, তখন কেউ রাজি হতো না। শুরুর দিকে আমাকে অনেকে বলেছিল, এ কাজ আমি করতে পারব না। কিন্তু সব মানুষ তো সমান নয়। কিছু ভালো মানুষও আছেন। অনেকেই পরে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন আমার সঙ্গে।
সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, এই প্রতিবন্ধী শিশুদের জন্য যদি একটা আবাসিক প্রতিবন্ধী স্কুলের ব্যবস্থা করা যেত, তাহলে ওদের জন্য খুব ভালো হতো। তাহলে এখানে লেখাপড়া করে ভবিষ্যতে এখানেই হয়তো কিছু কাজ করে খেতে পারত। আমি শুধু এই যাত্রা শুরু করেছি। তবে আপনাদের সহযোগিতা পেলে আমি আরও অনেকদূর এগিয়ে যেতে চাই। এই প্রতিষ্ঠানকে আমি একটা রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাই।
তরুণেরাই আগামীদিনের ভবিষ্যৎ। তোমরাই পারবে এই প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা দূর করতে। প্রতিবন্ধীদের নিয়ে এখনো বৈষম্য আছে। সমাজের এই বৈষম্য দূর করতে তরুণ-তরুণীদের এগিয়ে আসতে বলব। তোমরাই ওদের ভবিষ্যৎ। তোমরা চাইলে প্রতিবন্ধীদের মুখ উজ্জ্বল করে দিতে পারবে।