বিনোদন ডেস্ক : বাংলা নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। টিভি নাটকে এখন খুব একটা দেখা না গেলেও মঞ্চ নাটকে সুযোগ পেলেই কাজ করেন এই অভিনেত্রী। পাশাপাশি নিয়মিত চিত্রকর্ম ও লেখালেখি করেন বিপাশা হায়াত।
বর্তমান টিভি নাটকের অবস্থা ও তার অভিনয় ভাবনা নিয়ে সম্প্রতি খোলামেলা আলোচনায় বিপাশা হায়াত বলেন, ‘টিভি নাটকে অভিনয় করি না অনেক বছর। টিভি নাটকে আর ফেরার ইচ্ছা নেই। তবে মিস করি সেদিনগুলো। আর ফেরা হবে না। কারণ, এখন যে ধরনের নাটক মানুষ দেখতে চায়, যেভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তেমন কাজ বোধ হয় করতে পারব না। তবে আমি এখন মঞ্চেই বেশি আগ্রহী ও স্বাচ্ছন্দ্যবোধ করি। সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করছি।’
নাটকে ভাষার ব্যবহারে সচেতন হওয়া উচিত বলে মনে করেন জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘যারাই আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি, তারা আদতে ভাষার ব্যবহার নিয়ে কতটা ভাবছি? এখন নিম্নমানের কিংবা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারে ছেয়ে গেছে টেলিভিশন ও ইউটিউবের প্রযোজনাগুলো। ভাষার বিকৃতি নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন দাবি উঠলেও এ সমস্যার পরিত্রাণ বিরাট আকারে চোখে পড়েনি। তাই ভাষাদূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন। একটি সফল প্রযোজনার অর্ধেক নির্ভর করে ভালো চিত্রনাট্য ও সংলাপের ওপর।’