বিনোদন ডেস্ক : বলিউডের একাধিক তারকারা ডিপফেক ছবি এবং ভিডিওর শিকার হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি হচ্ছে তারকাদের নকল ভিডিও। কোথাও বদলে ফেলা হচ্ছে কণ্ঠস্বর। ডিপফেকের শিকার হয়েছেন আমির খান, রণবীর সিং, আলিয়া ভাট, রাশমিকা মান্দানাসহ অনেক তারকা। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন অনন্যা পাণ্ডে। চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে অনন্যা অভিনীত ছবি ‘কন্ট্রোল’।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবিটির প্রেক্ষাপটেও রয়েছে মানুষের জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, অনন্যা অভিনীত চরিত্রটি তার প্রেমিককে জীবন থেকে মুছে ফেলতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারস্থ হয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনন্যা। তিনি বলেন, ‘এটি খুবই ভয়ের বিষয়। তারকা হিসেবে আমাদের ছবি এবং কণ্ঠস্বর সহজেই পাওয়া যায়। জানি না কতটা সুরক্ষিত থাকতে পারব। মনে হয়, সুনির্দিষ্ট আইন ছাড়া এটি রোখা সম্ভব নয়।’
অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন অনন্যা পাণ্ডে। অনেক আগেই আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। এরই মধ্যে নতুন প্রেমে মজেছেন তিনি। বর্তমান প্রেমিক হলেন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কো। কিছুদিন আগে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে অনন্যার। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের সিরিজ ‘কল মি বে’তে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। সাবলীল অভিনয়ে ফুটে উঠেছে তার দক্ষতা। পর্দায় আবেদনময়ী চরিত্রে নিজেকে জাহির করলেও এখনও কোনো আইটেম গানে নাচতে দেখা যায়নি চাঙ্কিকন্যাকে। আগামীতে আইটেম গানে নাচতে দেখা যাবে কি?
ব্লাউজ ছাড়া লাল পাড় সাদা শাড়ি পড়ে উদ্দাম ড্যান্স দিলো শ্রীতমা বৈদ্য
সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘আইটেম নাচ করাটা বড় বিষয় করে দেখা উচিত নয়। কোনো সিনেমায় ক্যামিও চরিত্রে যেমন অভিনয় করা হয়, এটাও তেমনিভাবে দেখা উচিত। কিন্তু সাধারণত দৃষ্টিভঙ্গি সেরকম থাকে না। যৌন আবেদনমূলক আচরণ প্রত্যাশা করেন সবাই আইটেম নাচে।’ তিনি আরও বলেন, ‘যদি কোনো আইটেম নাচে যৌন আবেদনের জায়গা না থাকে, তাহলে অবশ্যই আমি তা করতে রাজি। কিন্তু সাধারণত তা হয় না। তাই এ বিষয়ে ভাবি না।’