বিনোদন ডেস্ক : কখনও ‘খড়কুটো’র গুনগুন, কখনও ‘শ্রীমতি’র বৃষ্টি। কখনও আবার ‘মার্ডার বাই দ্য সি’-র রীনা দাস। সবকটি চরিত্রেই সপ্রতিভ তৃণা সাহা। অভিনয় দক্ষতা দিয়ে আট থেকে আশির মন জয় করেছেন তিনি। সেই কারণেই হয়ত ‘খড়কুটো’ শেষ হওয়ার খবর চাউড় হতেই মন ভেঙে গিয়েছে গুনগুন অনুরাগীদের। তবে তৃণা কিন্তু রকেটের গতিতে এগিয়ে চলেছেন। ব্যাক টু ব্যাক কাজ করছেন তিনি। এর ফাঁকেই এই সময় ডিজিটাল-এর সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী। আপকামিং কোন সিনেমা-সিরিজে দেখা যাবে তাঁকে? তৃণার উত্তর, “অঞ্জনদার সঙ্গে একটা সিরিজ (মার্ডার বাই দ্য সি) শেষ করলাম। ডান্স ডান্স জুনিয়ারে মেন্টর হিসেবে কাজ করছি। আরও কিছু কাজ চলছে। একটা মিউজিক ভিডিয়োর প্ল্যান করছি। অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। ফাইনালাইজ হয়ে যাবে খুব শীঘ্রই।”
সিরিয়াল এবং সিনেমার পাশাপাশি বর্তমানে বিজ্ঞাপনেও কাজ করছেন Trina Saha। পরপর কাজে আয়ও বেশ ভালোই হচ্ছে অভিনেত্রীর। গুগলে তৃণার মোট দু’ থেকে চার কোটি টাকা। সত্যিই কি তাই? অভিনেত্রীকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা সত্যিই হাস্যকর একটা ব্যাপার। একদমই সত্যি না এটা। আমি এতগুলো টাকা একসঙ্গে দেখিনি।” তিনি আরও বলেন, “গুগলে তো অনেককিছুই দেখায়। গুগলে আমার জন্মদিনও জুন মাসে দেখায়। সেটা তো ভুল। আমার জন্মদিন জানুয়ারি মাসে।”
তৃণার সংযোজন, “তবে হ্যাঁ আয় তো করছিই। যা আয় করছি তাতে আমি খুশি। আসলে আয়ের ব্যাপারটা পারস্পেকটিভের উপর নির্ভর করছে। যে যা আয় করে, তার থেকে বেশি আয়ই করতে চায়। শাহরুখ খানও হয়ত আরও বেশি আয় করতে চান। এই ব্যাপারটা একদিকে ভালো। কারণ, এতে মানুষ মোটিভেটেড হয়। নিজেকে পুশ করে। তবে খুশি থাকাটা জরুরি। আমি ভালো জায়গায় থাকতে পারছি, ঘুরতে যেতে পারছি। আমি কারও উপর নির্ভরশীল নই। এতেই খুশি আমি।”
সিনেমা এবং সিরিয়ালের পাশাপাশি প্রচুর বিজ্ঞাপনের মুখ তৃণা সাহা। আজকের যুগে বিজ্ঞাপনও সাফল্যের মাপকাঠি নির্ধারণ করে। সেদিক থেকেও তৃণা ভীষণভাবে সফল। তা নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? তাঁর কথায়, “আমি কোনওদিনই সেইভাবে কেরিয়ার প্ল্যান করিনি। গো উইথ দ্য ফ্লো নীতিতে বিশ্বাসী আমি। এখনও সেটাই করছি। হাতে কাজ এলে অবশ্যই করি। বিজ্ঞাপনেও কাজ করছি। আগে বিজ্ঞাপন নিয়ে এতটা মাতামাতি হতো না। গত ছ’ বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। অ্যাড নিয়ে কারওকে খুব বেশি মাতামাতি করতে দেখিনি। কিন্তু, এখন বিষয়গুলি নিয়ে মাতামাতি হয়। কাজের স্কোপ বাড়ছে। শিল্পী হিসেবে তাতে অবশ্যই খুশি আমি।”
শিল্পীর সংযোজন, “সোশ্যাল মিডিয়া থেকেও তো আজকাল উপার্জন করা যায়। সেখানেও বিজ্ঞাপন করার সুযোগ থাকছে। আমি নিজেও বিজ্ঞাপন করছি। সঠিক দিকে এগোলে নতুনরাও কিন্তু আজকের যুগে ভালো কাজ করার সুযোগ পাবে। এটা অবশ্য়ই ভালো ব্য়াপার।”
তিনি আরও বলেন, “আমি তো দেখছিলাম টিকটক থেকেও অনেকে সিরিয়ালে কাজ পাচ্ছে। ইনস্টাগ্রাম রিচ থেকে লোকে কাজ পাচ্ছে। নতুন নতুন অনেক কিছুই আসছে। যেটা ভালো নতুনের সঙ্গে তাল মিলিয়ে চলাটা এখন অনেকটা জরুরি। ভালো কাজ করার জন্য় যদি নিজের ইনস্টাগ্রামকে একটু সময় দিতে হয়, তাহলে কেন দেব না? তবে ইন্ডাস্টিতে আসার এখন অনেক উপায় আছে। আবার প্রতিযোগিতাও কিন্তু অনেকটা বেড়েছে। সেটাও মাথায় রাখা জরুরি।”