বিনোদন ডেস্ক : অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বসেছিল তারার মেলা। গোটা বলিউড যেন তুলে নেওয়া হয়েছিল সেখানে। স্বামী নিক জোনাসকে নিয়ে এই বিয়ে খেতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে স্ত্রীর সঙ্গে বিয়ে খেতে ভারতে এসে অপদস্থ হলেন নিক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে। সেখানে দেখা এগছে, প্রিয়াঙ্কা তখন নাচতে ব্যস্ত। পাশে নাচছেন নিক। তখনই পেছন থেকে এসে নিককে জোর ধাক্কা দিয়ে সরিয়ে দেন অনন্যা। নিককে কনুই দিয়ে ঠেলে সরিয়ে সামনে এসে নাচতে থাকেন অভিনেত্রী।
এমন কাণ্ড দেখে নিক থ, খানিকটা অস্বস্তিতে পড়তে দেখা যায় তাকে। তখন কেউ একজন নিককে হাত ধরে সামনের দিকে নিয়ে আসেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ট্রলের শিকার হচ্ছেন অনন্যা।
বিয়েতে যেসব পুরনো গহনা পরেন রাধিকা
নেটাগরিকদের কেউ বলছেন, অনন্যার নাকি ভদ্রতাজ্ঞান নেই। নিককে দেশের জামাই হিসেবে গণ্য করা হয়। শ্বশুরবাড়ি এসে তার এই ‘অবস্থা’ দেখে বেজায় চটেছেন প্রিয়াঙ্কার অনুরাগীরা।
তাদের দাবি, অনন্যা আতিথেয়তা করতেও জানেন না।