বিনোদন ডেস্ক: ভারতের ধনাঢ্য ব্যক্তিত্ব মুকেশ আম্বানির বাড়ির রান্নার কাজ করতেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। বহুবার রিজেক্ট হলেও শেষমেশ আইটেম গানের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি।
ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন মুকেশ আম্বানি। যার অর্থ-সম্পত্তির কোনো কূলকিনারা নেই। মুকেশ আম্বানিকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। তবে অনেকেই হয়তো জানেন না, মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বিয়ের সময় খাবার পরিবেশনের কাজ করা এক মেয়ে আজ বলিউডের অভিনেত্রী বনে গিয়েছেন।
তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। অনিল আম্বানি ও টিনা মুনিমের বিয়ের সময় খাবার পরিবেশনের কাজ করেছিলেন অভিনেত্রী। পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। তবে নিজের অভিনয় ও নাচের দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা করে নিতে সার্থক হয়েছেন তিনি।
আম্বানির পরিবারে কাজ করা এই মেয়েটি আজ বলিউডের ‘ড্রামা কুইন’ নামে পরিচিত। তিনি আর কেউ নন, বি টাউনের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। অভিনয়ের গুণ থাকলেও বহুবার নিজেরই কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকি রিতেশকে বিয়ে করে দীপক কালালের সঙ্গে ফুলশয্যার কথা ঘোষণা করেও শিরোনামে আসেন তিনি। এ ছাড়াও বিগ বসের মঞ্চে রাখির জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই।
রাখি সাওয়ান্তের আসল নাম নীরু ভেদ। ফিল্মি দুনিয়ায় ক্যারিয়ার শুরুর আগে নিজের নাম পাল্টে নেন তিনি। গরিব পরিবারেই জন্ম অভিনেত্রীর, মা ছিলেন হাসপাতালের পরিচারিকা আর বাবা ছিলেন কনস্টেবল।
খুবই রক্ষণশীল ছিলেন বাবা-মা দুজনেই। রাখির নাচ, অভিনয় কিছুই তারা পছন্দ করতেন না, এমনকি ছেলেদের চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারতেন না রাখি। কিন্তু নাচের প্রতি ছোট থেকেই ব্যাপক টান ছিল তার। একবার তাকে নাচ থেকে আটকানোর জন্য মাথার চুল কেটে দিয়েছিলেন তার কাকা। শেষে বাড়ি ছাড়েন বলিউডে নাম করার স্বপ্ন নিয়ে। শুরুতে বহুবার রিজেক্ট হলেও শেষমেশ আইটেম গানের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি।
শুধুই বলিউড নয়, সঙ্গে তেলুগু, মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। শাহরুখ খানের ‘ম্যায় হু না’ ছবির আইটেম ড্যান্সের জন্য আজও বিখ্যাত রাখি। তবে বিগবসে বিয়ে করে শো শেষ হতেই বিচ্ছেদ হওয়ায় ব্যাপক চর্চা শুরু হয় তাকে নিয়ে। বর্তমানে বলিউডের অভিনেত্রীদের মধ্যেই একজন তিনি।
সূত্র: বং ট্রেন্ড
এক বছর পরীক্ষায় ফেল করেছিলেন মিমি! বেরিয়ে এল অজানা খবর