এবার চট্টগ্রামে উন্মোচন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর এবার চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বার উন্মোচন হচ্ছে। আগামী ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে। নগরের লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। নির্মাণ শুরু হয়নি এক্সপ্রেসওয়েতে ওঠানামার র‍্যাম্পও। তাই উদ্বোধন হলেও যান চলাচল নিয়ে শঙ্কা রয়েছে।

তবে প্রকল্প-সংশ্লিষ্টদের দাবি, উদ্বোধনের পর একাংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিকে একই দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরও দুটি প্রকল্পের উদ্বোধনের কথা আছে। এগুলো হলো– বাকলিয়া অ্যাক্সেস রোড ও ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক প্রকল্প।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেটুকু কাজ বাকি আছে, তা উদ্বোধনের আগেই শেষ হবে। আপাতত পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত গাড়ি চলাচলের জন্য প্রস্তুত আছে। আর টাইগারপাস থেকে লালখানবাজার পর্যন্ত একটু সময় লাগবে। সেটাও দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।

নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা গেছে, নগরের লালখানবাজার থেকে টাইগারপাস মোড় পর্যন্ত পিলার তৈরি হলেও এখনও গার্ডার বসেনি। টাইগারপাস মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত একাংশে গার্ডার বসানো হয়েছে। বাকি অংশে গার্ডার বসানোর কাজ চলছে। দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত এক্সপ্রেসওয়ের ওপর সড়ক তৈরি হচ্ছে। কোনো অংশে কার্পেটিং করা হচ্ছে। কোনো অংশে প্রতিরোধ দেয়াল নির্মাণের কাজ চলছে।

এক সময়ের ‘মজুর’ জর্জ এখন বুর্জ খলিফায় ২২ অ্যাপার্টমেন্টের মালিক

বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নগরের বিভিন্ন এলাকা থেকে ওঠানামার জন্য ১৪টি র‍্যাম্প নির্মাণের কথা রয়েছে। সেগুলোর কাজ এখনও শুরু হয়নি। ১২টি টোলপ্লাজার নির্মাণের কাজও শুরু হয়নি।

Related Posts
মৃত্যুর পরও টাকা তুলবেন নমিনি, পরিবার সঞ্চয়পত্রের বিশেষ নিয়ম
Read More

মৃত্যুর পরও টাকা তুলবেন নমিনি, পরিবার সঞ্চয়পত্রের বিশেষ নিয়ম

লাইফস্টাইল ডেস্ক : ২০০৯ সালে প্রবর্তিত “পরিবার সঞ্চয়পত্র” হলো সরকারের একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগ স্কিম, যা মূলত…
ঘন কুয়াশার কারণে ঢাকার ১০টি ফ্লাইট নামানো হলো ব্যাংকক–কলকাতা–চট্টগ্রামে
Read More

ঘন কুয়াশার কারণে ঢাকার ১০টি ফ্লাইট নামানো হলো ব্যাংকক–কলকাতা–চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ…
ব্যারিস্টার সুমন সত্যিই কি পদত্যাগ করবেন
Read More

ব্যারিস্টার সুমন সত্যিই কি পদত্যাগ করবেন

জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে বরাবরই আলোচনায় থাকা হবিগঞ্জের সংসদ সদস্য সৈয়দ…